Date : 2024-04-23

ডালহাউসিতে পেনশন কারীদের বিক্ষোভ। তাদের হুমকি দাবি না মানলে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: WBTC (CTC সহ অন্যান্য) সংস্থায় পেনশন চালু থাকলেও দীর্ঘ ৪০ বছর চাকরি করার পর অবসর জীবনে প্রায় ২ সহস্রাধিক কর্মচারীরা ১ টাকাও পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ পেনশনকারিদের । এমনকি অনেক কর্মীরা অবসর নেওয়ার পর আজও ইসিসিএস সমবায়ে রাখা টাকা পাননি। ডব্লিউবিটিসি নন পেনশনার্স অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (WBTC – non pensioners and pensioners welfare association-) এর বেশ কিছু দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে এই সংস্থা। পেনশন প্রদানের জন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, অবসর নেওয়ার পরেও কর্মী সমবায়ে গচ্ছিত টাকা না পাওয়া – সেই টাকা প্রদানের ব্যবস্থা, দীর্ঘ ২০-২৫ বছর কাজ করার পরও গ্র্যাচুটির টাকা পাওয়া থেকে বঞ্চিত, ১৪ জন সহ সকল ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহাল করার দাবিতে ডালহৌসি চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। এই সমাবেশে পেনশন কারীরা অংশ গ্রহণ করেন।

তাদের মূলত দাবি অবিলম্বে তাদের বকেয়া পেনশন এবং ইসিসিএস (eccs) সমবায় টাকা মেটাতে হবে। তানাহলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে ৭ জনের এক প্রতিনিধি দল শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। তাদেরকে আশ্বস্থ করেছেন যে পুরো বিষয়টি দেখবেন এবং খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডব্লিউবিটিসি নন পেনশনার্স অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (Wbtc – non pensioners and pensioners welfare association) এর চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ AICCTUC রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য।