Date : 2024-04-16

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং গতবারের রানার্স আপ দল

ক্রবার রাত সাড়ে আটটায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং গতবারের রানার্স আপ দল। দঃ কোরিয়ার বিপক্ষে দুরন্ত জয় দিয়েই বাকি দেশগুলিকে ব্রাজিল বুঝিয়ে দিয়েছে তাঁরা এবারে ষষ্ঠবারে বিশ্বকাপ জিততেই এসেছেন। নেইমার গত ম্যাচে ফিরতেই পুরো তেল খাওয়া মেশিনের মতো দেখিয়েছে ব্রাজিলকে। কাসেমেইরো, ভিনিসিয়াস জুনিয়ররা দুরন্ত পারফরমেন্সেই মাত করে দিয়েছে গত ম্যাচে। ক্রোয়েশিয়ার বিপক্ষে গত ম্যাচের প্রথম একাদশই বজায় রাখতে চলেছেন তিতে। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত বলেক্স স্যান্দ্রোব একটি করে হলুদ কার্ড দেখে রয়েছেন ফ্রেড এবং ব্রুনো গুইমারেস। এই ম্যাচে কার্ড দেখলে পরের ম্যাচে তারা খেলতে পারবেন না। প্রথম একাদশে থাকছেন কাসেমেইরো,পাকুয়েতা, ডানিলোরা। ব্রাজিলের সম্ভাব্য একাদশ -রিচার্লিসন,ভিনিসিয়াস, নেইমার,পাকুয়েতা,রাফিনহা,কাসেমেইরো,দানিলো,সিলভা, মারকুইনোস,মিলিতাও,বলিসন। জাপানের বিপক্ষে মাঠে নামতে পারেননি ক্রোয়েশিয়ার সোসা এবং স্টানিসিচ। মাঝমাঠে কোভাচিচ, ব্রোজোভিচ এবং লুকা মদ্রিচকেই ব্রাজিলের বিপক্ষে রাখছেন ক্রোট কোট জলাতকো দালিচ। যদিও লেফট ব্যাক বরিসিচ, লভরেনের সঙ্গেই একটি করে হলুদ কার্ড দেখে রয়েছেন লুকা মদ্রিচ এবং মাতেও কোভাচিচ। ফলে এই ম্যাচে কার্ড দেখলে পরের ম্যাচে থেকে ছিটকে যাওয়া সমভাবনা থাকছে। ব্রাজিলের বিপক্ষে মুলত মাঝমাঠ ভিত্তিক ফুটবল খেলতে চাইছে ক্রোটরা। গতি নির্ভর নয়, বরং স্মল পাস এবং উইং ব্যবহার করাকেই ব্রাজিলের বিপক্ষে অস্ত্র করতে চাইছেন ক্রোয়েশিয়ার কোচ দালিচ। আক্রমনে পেরিসিচ, ক্রামারিচই হচ্ছে দালিচের মুল অস্ত্র। ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ- পেরিসিচ,ক্রামারিচ,পেটকোভিচ,কোভাচিচ, মদ্রিচ,ব্রোজোভিচ,সোসা,লভরেন,ভার্দিওল,জুরানোভিচ,লিভাকোভিচ। এই নিয়ে টানা আটবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছে ব্রাজিল। এদিকে জাপানকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে আসায় ক্রোশিয়া দলের গোলরক্ষক মনোস্তাত্বিক দিক থেকে ভালো জায়গায় রয়েছে। পরিসংখ্যান বলছে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। একবারও হারেনি ব্রাজিল। 2005 সালে একটি ম্যাচ ড্র হয়, বাকি সব ম্যাচই জিতেছে সেলেকাওরা। এখন দেখার ষষ্ঠবার বিশ্বজয়ের লক্ষ্যে এগোয় ব্রাজিল না টানা দ্বিতীয়বার সেমিতে পৌঁছায় ক্রোটরা।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
ম্যাচ 4
ব্রাজিল জিতেছে 3
ড্র হয়েছে 1