Date : 2024-03-19

ভূপতিনগরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, NIA তদন্তের দাবি।

সুচারু মিত্র, সাংবাদিক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথি জনসভার আগের দিন রাতেই পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর কেঁপে ওঠে বিকট শব্দে। আকস্মিক বোমা বিস্ফোরণে মৃত্যু হয় বেশ কয়েকজনের, ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি, তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে। আর এই পরিস্থিতির মধ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বোমা বিস্ফোরণের ঘটনায় যে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার জন্য প্রকৃত তদন্ত হোক, আর সেই তদন্ত করা হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই একে (NIA)দিয়ে।

চিঠিতে শুভেন্দু অধিকারী আরও বিস্তারিত লিখেছেন, পশ্চিমবঙ্গ এখন বারুদ এবং গানপাউডারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এন আই এ তদন্ত করালে প্রকৃত সত্য বেরিয়ে আসবে, সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই তৃণমূল এখন থেকেই বোমা মজুত করতে শুরু করেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।