Date : 2024-03-28

রাজ্য বিজেপির খরচে নিয়ন্ত্রণ চায় দিল্লি, নজরদারিতে মনিটরিং কমিটি।

সুচারু মিত্র ,সাংবাদিক : রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে এমনিতেই বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব, এবার এবার রাজ্য বিজেপির খরচে নিয়ন্ত্রণ চায় দিল্লি, বিজেপির বিভিন্ন জেলা কার্যালয় যেখানে নিজস্ব কোন ভবন নেই অর্থাৎ যে সমস্ত জায়গায় ভাড়া নিয়ে পার্টি অফিস চলছে তার প্রকৃত খরচের ওপর নজরদারি করতে চায় বিজেপির মনিটরিং কমিটি। এছাড়াও জেলা সভাপতিদের গাড়ির খরচ এবং তেল খরচ বাবদ প্রত্যেক মাসে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা করে দেওয়া হয় বিজেপি থেকে সেই খরচেও নজর কেন্দ্রীয় নেতৃত্বের, জেলা সফরের নামে লাগামহীন হচ্ছে না তো খরচ? এই বিষয়টি সামনে রেখে এবার কেন্দ্রের তরফে মনিটরিং কমিটি বসানো হতে চলেছে। সরাসরি রাজ্য বিজেপির খরচে নজরদারি শুরু হতে চলেছে ইংরেজি নতুন বছরের শুরুর দিকেই। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন কেন্দ্রীয় নেতৃত্বের ? তা নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা দ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য পার্টির খরচে নিয়ন্ত্রণ এনে স্বচ্ছতায় জোর দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির কেউই মুখ খোলেননি। তবে সূত্রের খবর দ্রুতই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

তবে কি কারোর নালিশেই , রাজ্য পার্টির মাথায় এভাবে বসানো হচ্ছে মনিটরিং কমিটি? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরেই।