Date : 2024-04-23

সম্মুখ সমরে মেসি – মদ্রিচ


জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অপেক্ষা করছে লিওনেল মেসির সামনে। এর মধ্যে মঙ্গলবার ক্রোটদের বিপক্ষে একটি ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি। মঙ্গলবারের ক্রোয়েশিয়া ম্যাচই নির্ধারিত করে দেবে, বিশ্বকাপ জয়ের দিকে লিওনেল মেসি আরও এক ধাপ এগোবেন কিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নভঙ্গ হয়েছে আগেই। একার কাঁধেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন লিও। প্রথম ম্যাচ থেকেই গোলের মধ্যে রয়েছেন এলএমটেন গোল করছেন এবং করাচ্ছেন। দি মারিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। প্রতি ম্যাচেই দুরন্ত ফুটবলই শুধু খেলছেন না, নিয়মিত জিতে চলেছেন ম্যাচের সেরার পুরস্কার। বিশ্বকাপে গোলের নিরিখেও বহু তারকাকে টপকে গেছেন মেসি। প্রয়াত দিয়েগো আর্মান্দোর বর পুত্র লিওনেল মেসি কি শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে তার প্রয়াত কিং঵দন্তীকে উত্্সর্গ করতে পারবেন, উত্তর দেবে সময়ই। এক ঝলকে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির পারফরমেন্স-
কাতার বিশ্বকাপে মেসি
ম্যাচ খেলেছেন 5টি
গোল করেছেন 4টি
গোল করিয়েছেন 2টি
কেরিয়ারের 1000তম ম্যাচে গোল করেছেন
বিশ্বকাপের নকআউটে প্রথমবার গোলের দেখা পেয়েছেন
95 গোল করে আর্জেন্তিনার সর্বোচ্চ গোলদাতা এখন মেসিই
সব মিলিয়ে বিশ্বকাপে মোট 9টি ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন মেসি
সম্মুখ সমরে লিওনেল মেসি- লুকা মদ্রিচ
2014সালে আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও বিশ্বকাপের সেরা ফুটবলার হন মেসি
2018 সালে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনালে হারলেও বিশ্বকাপের সেরা ফুটবলার হন মদ্রিচ
দুই ফুটবলারের ঝুলিতেই রয়েছে ফিফা দ্য বেস্টের পুরস্কার
পরিসংখ্যান বলছে এই ম্যাচই দুই তারকার কাছে মাস্ট উইন। কারণ ক্রোট লুকা মদ্রিচ হোক বা আর্জেন্তাইন এলএমটেন, দুজনের কাছেই এটা শেষ বিশ্বকাপ। দুই ফুটবলারই একবার করে বিশ্বকাপ ফাইনালে উঠেছে, তবে খালি হাতেই ফিরেছে। কাকতালিয়ভানে দুই ফুটনলারের কাছে সমান সুযোগ থাকছে ফাইনালে ওঠার। কোন তারকা কাতারের শেষ ম্যাচের টিকিট পায়, আর কোনও দলের ইন্দ্রপতন হয়, তার উত্তর দেবে মঙ্গলের মাঝরাত।