Date : 2024-04-19

সারা বছর আলোকময় হয়ে থাকবে হেরিটেজ ভবনগুলো।

সারা বছর আলোকময় হয়ে থাকবে হেরিটেজ ভবনগুলো।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: কলকাতা শহরে অবস্থিত গ্রেড ওয়ান হেরিটেজ ভবন গুলি সেজে উঠবে নানান রঙের। পর্যটন দফতরের সঙ্গে এই প্রকল্পের কোলাজ করে বাস্তবায়ন করবে কলকাতা পুরসভা। হেরিটেজ ভবনগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি কলকাতা পুরসভার সঙ্গে মিটিং হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন মেয়র দেবাশিস কুমার, হেরিটেজ কমিটির সদস্যদের ডাকা হয়েছিল। ডিসেম্বর মাসে ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে বহু বিদেশিরা এবং অন্যান্য রাজ্যের মানুষ কলকাতায় আসেন।

পর্যটকদের কাছে কলকাতা কে আকর্ষণীয় করে তোলার জন্যই এই উদ্যোগ। বর্তমানে গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলোর মধ্যে রয়েছে প্রায় ৫০০ বিল্ডিং। সেই তালিকার মধ্যে পড়ছে রানি রাসমণি ভবন, টাউন হল, ভিক্টোরিয়া ইত্যাদি। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনকে ইতিমধ্যেই আলো রসনায় সাজানো হয়েছে। এইভাবেই বাকি ভবনগুলোকে সাজানো হবে। সরকারি হেরিটেজ ভবনগুলোকে পুরসভা নিজের খরচেই সাজাবে। তবে ব্যাক্তিগত মালিকানাধীন হেরিটেজ গুলোর ক্ষেত্রে আর্থিক বোঝা সরকার বহন করবে না। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার জানান, পুজোর সময় হেরিটেজ ভবনগুলো আলো দিয়ে সাজানো হয়েছিল। এবার বছরভর আলো ঝলমল করবে এই ঐতিহ্যময় ভবন গুলো।