Date : 2024-04-24

১২ দিনের মাথায় প্রত্যাহার কলকাতা মেডিক্যাল কলেজের অনশন

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ ১২ দিনের মাথায় প্রত্যাহার কলকাতা মেডিক্যাল কলেজের অনশন। ছাত্র সংসদের দাবিতে যে আমরণ অনশন শুরু করেছিলেন পড়ুয়ারা তা তারা তুলে নিলেন। বিনায়ক সেনের হাতে ফলের রস খেয়ে অনশন তুলে নেন তারা।

কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ব নির্ধারিত ২২ তারিখেই নির্বাচন করবে ছাত্ররা। আজ থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তারা শুরু করবে। সমাজের চারজন বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে দাবি ছাত্রদের। বিনায়ক সেন, বোলান গাঙ্গুলী, সুজাত ভদ্র, আম্বিকেশ মহাপাত্র এই নির্বাচন সংগঠিত হবে।

চারটি বর্ষের আড়াইশো জন করে মোট ১০০০ জন ভোটার। প্রার্থী ২০ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্ররা এই মেডিকেল কলেজের ফাঁড়ি এবং বউবাজার থানায় লিখিত আকারে নির্বাচনের বিষয়ে জানাবে।

কলেজ কর্তৃপক্ষকে মেইল করে এবং লিখিত আকারে আজ বা আগামীকালকের মধ্যে ২২ তারিখ নির্বাচনের বিষয়টি জানানো হবে ছাত্রদের তরফে।