Date : 2024-04-24

২ রা ডিসেম্বর National pollution control day তে পরিবেশকে সুস্থ রাখার এক অভিনব পদ্ধতিতে বার্তা ।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: আজ ২ রা ডিসেম্বর। National pollution control day। পরিবেশকে সুস্থ রাখতে ও দূষণমুক্ত করতে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন -মানুষকে সচেতন করতে বিভিন্ন বার্তা যেমন দিচ্ছেন তেমন রাস্তায় নেমে মানুষকে বোঝানোর চেষ্টাও চলছে। পরিবেশবিদরাও বলছেন পরিবেশকে বাঁচলেই আমরা অর্থাৎ মানুষ বাঁচবে। তাই এবার জাতীয় দূষণ মুক্ত দিনে অভিনব উদ্যোগ নিল কলকাতার একটি হাসপাতাল। ওই হাসপাতালের সব ডাক্তার স্বাস্থ্যকর্মীরা একটি পদযাত্রা করেন।

পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে সাধারণ মানুষকে পরামর্শও যেমন দেন , আবার রাস্তায় পরে থাকা আবর্জনাও পরিষ্কার করেন। রাসবিহারী, নিউ আলিপুর, তারাতলা এলাকা জুড়ে পদযাত্রার পাশাপাশি রাস্তাঘাট থেকে আবর্জনা প্লাস্টিক প্যাকেট, বোতল সাফ করলেন। উল্লেখ্য,সবসময় ময়লা মুক্ত পরিবেশ রাখার বার্তা দেওয়া হল এদিন। এমনকি জানা গেছে জাপানের দর্শকরা খেলাশেষে স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করলেন নিজের থেকে সেই দৃষ্টান্ত বার্তা রূপে এদিন দেওয়া হয় বলে জানান উদ্যোক্তা নর্মদা ভট্টাচার্য। এই পদযাত্রায় পা মেলান অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।