Date : 2024-04-19

7 ই জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, লোকসভা নিয়ে কেন্দ্রীয় তৎপরতা।

সুচারু মিত্র সাংবাদিক : রাজ্য বিজেপির সংগঠনের উপর আর ভরসা নেই কেন্দ্রীয় নেতৃত্বের, তাই এবার লোকসভা কে সামনে রেখে আসরে নামতে চলেছে জেপি নাড্ডা এবং অমিত শাহ। লোকসভা কেন্দ্র ধরে ধরে এবার পর্যালোচনা করতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সিদ্ধান্ত হয়েছে আগামী ৭ জানুয়ারি রাজ্যে দুদিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ন্যাশনাল লাইব্রেরীতে করবেন সাংগঠনিক বৈঠক। সেই সঙ্গে কয়েকটি লোকসভা কেন্দ্রেও যেতে পারেন নাড্ডা।

রাজ্য বিজেপির সংগঠনে এবার সরাসরি নজর রাখতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। নাড্ডা সফর করে ফিরে যাওয়ার পরেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ, ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই তৎপর হতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব তার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। দলের আভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে এখনই লোকসভা নির্বাচন হলে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা কমবে আর সেই আতঙ্ক থেকেই তৎপর বঙ্গ বিজেপি। আর সাথে কেন্দ্রীয় নেতৃত্ব ও ৪২ টা লোকসভা কেন্দ্র ধরে আলাদা আলাদা করে সাংগঠনিক বৈঠক করতে চান অমিত শাহ এবং জেপি নাড্ডা ।