সঞ্জু সুর, সাংবাদিক : কোভিডের রক্তচক্ষু ফের সামনে আসতে শুরু করেছে। যদিও এবারেই কোভিড পরবর্তী গঙ্গাসাগর মেলা পুরোদমে হবে। আগামি ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত ও নির্দেশিকার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক গঙ্গাসাগর মেলার জন্য নবান্ন কি কি ব্যবস্থা নিচ্ছে।
1. মেলার নিরাপত্তায় ও নজরদারির জন্য মেগা কন্ট্রোল রুম। এছাড়া সাগরে ও নবান্নে আলাদা কন্ট্রোল রুম থাকছে।
2. সিঙ্গল টিকিটের ব্যবস্থা সাগরে যাতায়াতের জন্য।
3. পূন্যার্থীদের সহায়তায় সাগর বন্ধু মোতায়েন।
4. ড্রেজিং করা হয়েছে।নেভিগেশন এর জন্য আলাদা চ্যানেল করা হয়েছে।
5. ১১৫০ টি সিসিটিভি ও ড্রোন ক্যামেরার ব্যবস্থা।
6. ২১০০ সিভিল ডিফেন্স কর্মি নিয়োগ।
7. সবার জন্য ৫ লক্ষ টাকা করে বীমা করা হচ্ছে।
8. ইকো ফ্রেন্ডলি মেলা করাই লক্ষ্য।
9. প্লাস্টিক ফ্রি মেলা হবে। মেলার ট্যাক্স তুলে দেওয়া হয়েছে।
10. ৪ টি ওয়াটার অ্যাম্বুলেন্স ও ১০০ টি অ্যাম্বুলেন্স থাকছে।
11. সাগর মেলার জন্য ২২৫০ টি সরকারি বাস ও ৫৫০ টি বেসরকারি বাস।
12. পুলিশের সিনিয়র অফিসারদের আলাদা করে দায়িত্ব দেওয়া হলো।
13. ৪ টি বার্জ, ৩২ টি ভেসেল, ১০০ টি লঞ্চ ও ২১ টি জেটি থাকছে মেলার জন্য। ভেসেল ও লঞ্চে আলাদা করে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা রাখা হবে।
14. পিজি, শম্ভুনাথ পন্ডিত, বাঙ্গুর হাসপাতালে আলাদা করে ব্যবস্থা রাখার নির্দেশ যে কোনো ধরনের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য।
15. সাগরে ১০ টি দমকল কেন্দ্র ও ২৫ টি দমকলের ইঞ্জিন থাকবে।
16. কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বাস চলাচলে স্পিড লিমিট বেঁধে দেওয়ার নির্দেশ।
17. মেলা প্রাঙ্গনে রান্না করা আটকাতে পুলিশকে আলাদা নজরদারির ব্যবস্থা করতে হবে।
18. সব ভাষায় প্রচার করার ব্যবস্থা করতে হবে।
19. প্রচুর পূণ্যার্থী আসেন, তারা আপনাদের (সরকারি আমলা ও কর্মিদের উদ্দেশ্যে) উপর নির্ভর করে থাকেন। ফলে সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে আপনাদের অধিক দায়িত্ব পালন করতে হবে।