Date : 2024-04-20

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনেস্তা। তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের।

নাজিয়া রহমান, সাংবাদিক:- ফের বিতর্কের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান স্বপনকুমার ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ এক অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। রসায়ন বিভাগের শিক্ষাকর্মী উদয়ভান সিংহকে তাঁর ব্যবহারের জন্য কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে ক্ষতিয়ে দেখা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না অভিযুক্ত কর্মচারি উদয়ভান সিংহ।

এবার শিক্ষক হেনস্থার অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থা করেন ওই বিভাগেরই এক অশিক্ষিত কর্মচারি। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে শিক্ষকদের মধ্যে। শিক্ষক সংগঠন জুটার পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় রেজিস্ট্রারের কাছে।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে মত রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর। বিষয়টি ক্ষতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত অশিক্ষককর্মী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বলেও জানান রেজিস্ট্রার।

এবিষয়ে অভিযুক্ত অশিক্ষক কর্মচারী উদয়ভান সিংহকে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি।