Date : 2024-03-29

আফগানিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ বাতিল করে দিল অস্ট্রেলিয়া

তালিবানি শাসনের প্রভাবে আফগানিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ বাতিল করে দিল অস্ট্রেলিয়া। আইসিসির সুচি অনুযায়ি সংযুক্ত আরব আমিরশাহিতে দুই দলের তিনটি একদিনের ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। যদিও সেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্চের শেষে হওয়ার কথা ছিল এই সিরিজ। কিন্তু বাধ সাধল তালিবানিদের নতুন নীতি। মহিলাদের চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধ্য বাধকতা চাপিয়ে দেয় তালিবানিরা। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার সরকার। আইসিসির সুপার লিগের তালিকা অনুযায়ি এই সিরিজে 30 পয়েন্ট ছিল। কিন্তু অস্ট্রেলিয়া দল সিরিজ না খেলায় সম্পূর্ণ পয়েন্ট পাবে আফগানিস্তান। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, আফগানিস্তান সহ বিশ্বের সমস্ত দেশে পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলের ক্রীড়ার উন্নতির জন্য তারা বদ্ধপরিকর। সব সময়ই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি রয়েছেন।

এখন আফগানিস্তানে ক্রিকেট খেলতে তারা না গেলেও আফগানিস্তানে কন্যা এবং মহিলাদের পরিস্থিতি উন্নতি হলে ফের তারা তাদের সঙ্গে ক্রিকেটিয় সম্পর্ক গড়ে তুলবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আইসিসির তরফ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মার্চ মাসে আইসিসির পরবর্তি সভায় এই নিয়ে আলোচনা হবে বলেও জানান আইসিসির সিইও জিওফ বলার্ডাইস। আফগানিস্তানই বর্তমান ক্রিকেট বিশ্বে আইসিসি স্বিকৃত একমাত্র দল যাদের কোনও মহিলা দল এবারের অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপে নেই। সব মিলিয়ে আফগানিস্তানে অস্ট্রেলিয়ান দল খেলতে না যাওয়া তালিবানদের ওপর যে চাপ বাড়ল, তা বলাই যায়।