Date : 2024-03-19

কুস্তিগিরদের যৌন নিগ্রহকান্ডে আন্দোলন উঠলেও বিতর্ক থামছে না

কুস্তিগিরদের যৌন নিগ্রহকান্ডে আন্দোলন উঠলেও বিতর্ক থামছে না। কুস্তিগিরদের দালি ক্রীড়ামন্ত্রকের তরফে আন্দোলনরত কুস্তিগিরদের জানানো হয়েছিল, ধর্না অবস্থান তুলে নিলে তাদের সঙ্গে আলোচনা করে এক কমিটি গঠন করা হবে, যারা ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন। যদিও মেরি কমের নেতৃত্বাধিন কমিটি গঠন করার আগে কুস্তিগিরদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি বলে জানিয়েছেন ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে মহিলা ক্রিড়াবিদদের যৌন নিগ্রহের অভিযোগে রাজধানি উত্তাল হয়েছিল। কনকনে ঠান্ডাতেও জন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছিলেন ভারতকে অলিম্পিক্স পদক এনে দেওয়া সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এরপরই নড়ে চড়ে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

দফায় দফায় কুস্তিগিরদের সঙ্গে আলোচনার পর কিছুটা বরফ গলেছিল। কিন্তু তাদের না জানিয়ে কমিটি গঠন করায় স্বভাবতই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবাদি কুস্তিগিররা। পাঁচ সদস্যের কমিটির প্রধানের ভুমিকায় রয়েছেন বক্সার মেরি কম। আছেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত, যিনি 2019 সালেই বিজেপিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ ব্রিজভূষণ সরণ সিং এবং তিনি একই রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন। মেরি কমও বিজেপির সৌজন্যে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। ফলে আদৌ এই কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে কিনা তা নিয়ে প্রতিবাদি কুস্তিগিরদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই কমিটিতে রয়েছেন মিশন অলিম্পিক সেলের সদস্য ত্রুপতি মুরগুন্দে, টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিমের সিইও রাজাগোপালান এবং সাইয়ের প্রাক্তন আধিকারিক রাধিকা শ্রীমান। এই কমিটির কথা শোনার পরই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কুস্তিগির গিতা ফোগত৤ ঵জরং পুনিয়া, ভিনেশ ফোগতরাও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইটে লিখেছেন, আমাদের বলা হয়েছিল এই কমিটি গঠনের আগে আমাদের পরামর্শ নেওয়া হবে। কিন্তু খুব দুঃখের বিষয়, এই কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। বিতর্ক যে থামার থেকে বাড়ছে, তা বলাই বাহুল্য। এখন দেখার কুস্তিগিরদের যৌন নিগ্রহের ভয়ঙ্কর অভিযোগের পরিপ্রেক্ষিতে আর কতদিন দেশের ক্রীড়াক্ষেত্র কালিমালিপ্ত হয়।