Date : 2024-03-19

‘চাই নারীর অধিকার ও সুরক্ষা’ – এই স্লোগানে রাস্তায় নামছেন মহিলারা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- সকালে খবরের কাগজ খুললেই দেখা যায় নারীদের ওপর যৌণ নিপীড়ন, ধর্ষণ, গণধর্ষণ, খুন। গোটা ভারতবর্ষ জুড়ে একই ছবি। এমনটাই অভিযোগ করছেন জামাতে ইসলামী হিন্দ,পশ্চিম বঙ্গ নামক সংস্থা। এই সংস্থার সভাপতি আব্দুর রফিক জানান মহিলাদের সুরক্ষা ও অধিকার লুণ্ঠিত হচ্ছে। ন্যায় বিচারেও বিচার পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছে। তাই নিজেদের অধিকারের লড়াই করতে রাস্তায় নামছেন মহিলারা নিজেই। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে।

জামাতে ইসলামী হিন্দ নামক সংস্থার পক্ষ থেকে ২২ জানুয়ারি পার্ক সার্কাস ময়দানে দক্ষিণবঙ্গ মহিলা সমাবেশ এবং ২৩ জানুয়ারি ধুলিয়ান, মুর্শিদাবাদে উত্তরবঙ্গ মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে। তারই ঘোষণা করতে সাংবাদিক সম্মেলন করা হয় কলকাতা প্রেস ক্লাবে। তাদের দাবি – নারী সুরক্ষা ও নিরাপত্তায় আইনের যথাযথ প্রয়োগে সমদৃষ্টি দিতে হবে, নারীদের ওপর অত্যাচারীদের দ্রুত বিচার সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক আদালতে সম্পন্ন করা হোক সহ একাধিক দাবি তুলে ধরা হবে ২২ ও ২৩ জানুয়ারি তে হাওয়া মহিলা সমাবেশে।