Date : 2024-03-19

জোকা টু বিবাদি বাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে যাত্রী কমে যাবে অটোর।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- এখনি কোনও সমস্যা হবে না। তবে ভবিষ্যতে সমস্যা হতে পারে। জোকা- তারাতলা মেট্রো চালু হওয়ায় ওদের ওতো মাথাব্যথা নেই। তবে জোকা- তারাতলা রুট প্রসারিত হলেই চিন্তার কারণ হয়ে উঠবে। এমনি আশঙ্কায় ভুগছেন জোকা- তারাতলা রুটের অটোচালকরা। ভবিষ্যতে জোকা- তারাতলা মেট্রো রুটটি প্রসারিত হবে বিবাদিবাগ মেট্রো স্টেশনের সঙ্গে। যখনই সরাসরি এই যাতায়াতের সুযোগ মিলবে তখনই বেহালার বাসিন্দাদের কাছে অটোর চাহিদা কমে যাবে। এমনটাই মনে করছেন ওই রুটের অটো চালকের একাংশ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর স্টেশনটির সূচনা হয়। ২ জানুয়ারি সোমবার থেকে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো পরিষেবা। এমনিতেই এই সময় এবং মেট্রো ঘণ্টায় ঘণ্টায় আসা নিয়ে অভিযোগ আছে যাত্রীদের মধ্যে।


বেহালা, ঠাকুরপুকুর, জোকা এলাকার বাসিন্দারা মেট্রো ব্যবহার করেন। তারা শখের বাজার বা চৌরাস্তায় এসে অটোয় টালিগঞ্জ মেট্রো স্টেশনে যান। আবার অনেকে তারাতলা থেকে রাসবিহারীর অটো ধরে কালীঘাট স্টেশনে যান। তবে জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত মেট্রো হয়ে গেলে বেহালা আমজনতা নিত্য যাতায়াতে আর অটোর প্রয়োজন হবে না। তখনই সমস্যায় পড়বেন ওই রুটের অটো চালকরা। কিছু অটো চালকদের বক্তব্য , এখনই কোনও সমস্যা হচ্ছে না। তবে ভবিষৎ কি হবে সেটা নিয়ে চিন্তায়। তবে অটোর বিকল্প যে কিছু হতে পারে না সেটাও বললেন অনেক অটো চালকরা।