Date : 2024-03-29

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচেও অনবদ্য দ্বিশতরান করলেন শুভমন

টানা দু ম্যাচে শতরান করলেন ভারতের ওপেনার শুভমন গিল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ একদিনের ম্যাচে শতরান করেছিলেন শুভমন। 97 বলে করেছিলেন 116। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচেও অনবদ্য দ্বিশতরান করলেন শুভমন। বলা ভালো, তার চোখ ধাধানো 208 রানের ইনিংসের সৌজন্যেই কিউয়িদের বিপক্ষে বড় রান তুলল ভারত। তাঁর ইনিংস ছিল 19টি বাউন্ডারি এবং 9টি ওভারবাউন্ডারিতে সাজানো। শেষ দিকে যে গতিতে রান তুললেন শুভমন তাতে ড্রেসিং রুমে বিরাট, রোহিতরা অবাক হয়েই দেখলেন। নিউজিল্যান্ডের লকি ফারগুসন, মিচেল স্যান্টনার, ড্যারি মিচেলদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ওপেনার শুভমন গিল। 19তম একদিনের ইনিংসেই 1000 রানের গন্ডি টপকে গেলেন এই পঞ্জাব তনয়ব দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফরম্যাটে 1000 রানের ক্লাবে ঢুকে প়ড়লেন গিল। প্রথমে অর্ধশতরানে পৌঁছাতে গিল নিয়েছিলেন 52 বল। এরপর 87 বলের মধ্যেই করে ফেললেন শতরান। 208 রানে যখন ফিরলেন সাজঘরে তখন খেলেছেন মাত্র 149 বল। তার আগে অবশ্য কিউয়িদের স্পেশালিস্ট পেসার লকি ফার্গুসনকে পরপর তিন বার ওভারবাউন্ডারি হাঁকিয়ে দ্বিশতরান করে ফেলেছেন গিল। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে দ্বিশতরান করলেন শুভমন। একদিনের ফরম্যাটের বিশ্বকাপের বছরে ওপেনার শুভমন গিল, টপ অর্ডারের বিরাট কোহলির বড় রানের মধ্যে থাকা মুখের হাসি চওড়া করছে রাহুল দ্রাবিড়ের। যদিও সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হলেন ইষাণ কিষাণ। শুভমনের 208 রানের পাশে ভারতীয়দের মধ্যে এই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার 34। সেই পরিসংখ্যান অবশ্য ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের যে কপালে ভাজ ফেলবে তা বলাই বাহুল্য।