Date : 2024-04-18

পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে হবে – নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে বার্তা অভিষেকের।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রবিবার পয়লা জানুয়ারি তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস ছিল। এই দিনকে বেছে নেওয়া হয় নতুন তৃণমূল ভবনের ভিত পুজোর জন্যে। প্রথমে জাতীয় পতাকা এবং তৃণমূলের দলীয় পতাকার উত্তোলন করা হয়। তারপরই ভিত পূজা আচার অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। ৩৬ জি তপসিয়া রোডের অফিসে নতুন ভবনের শিলান্যাস করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশিকে পাশে রেখে এই পুজো করেন। তবে ভিত পুজোয় পুরোহিত থাকা সত্ত্বেও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পরোক্ষ ভাবে পৌরহিত্য করতে দেখা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী জাভেদ খান , মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদার, পৌরপিতা সন্দীপন বকশি, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ দলের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফিরহাদ হাকিম।আবাস যোজনা নিয়ে রাজনৈতিক দলের কটাক্ষ এর প্রশ্নের উত্তর দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনাকে কেন্দ্র করে বর্ষ শুরুতেই শুভেন্দু অধিকারিকে এবং অধিকারী পরিবারকে বিধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে জানালেন অভিষেক। ৪০ শতাংশ মানুষ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ঘর থেকে।

অভিষেক আরো জানালেন একজন মানুষকে বিশ্বাস করে আমরা ভুল করেছি আমাদের দল ভুল করেছে, তাই এই ভুল আমরা শুধরে নিয়েছি, আমি বলেছিলাম ছয় মাসে নতুন তৃণমূল আসছে, এই তৃণমূল সেই তৃণমূল যেটা আমি বলেছিলাম এই তৃণমূলে দুর্নীতির কোন জায়গা নেই, স্বচ্ছতার এর সঙ্গে কাজ করবে এই তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এ রাজ্যে আসা নিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে যতবার ইচ্ছা আসতে পারেন, আমাদের দরজা সবসময় খোলা।৪০ কেন ৪০০ বার আসুন। বাংলার মানুষে জানুক নির্বাচনের আগেই বাংলার কথা মনে পড়ে কেন্দ্র সরকারের। হাওড়া স্টেশন বুলেট ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে দেখে জয় শ্রীরাম ধ্বনি ওঠে সেই বিষয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন মানুষের কাছে – জয় শ্রীরাম বললেই কি পেটে ভাত আসবে, গ্যাসের দাম কি কমবে, পেট্রোলের দাম কি ১০০ থেকে কমছে? মমতার মধ্যেই ঈশ্বর দেখতে পান ,রামচন্দ্র কে দেখতে পান, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখলেই জয় শ্রীরাম বলেন এমনটাই মন্তব্য করেন অভিষেক ব্যানার্জি।