Date : 2024-03-19

মহানগর থেকে শীত উধাও।পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা, জানাচ্ছে হাওয়া অফিস।

মহানগর থেকে শীত উধাও।পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা, জানাচ্ছে হাওয়া অফিস।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- কলকাতায় গত কাল থেকেই শীতের আমেজ উধাও হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে যেটা জানা যাচ্ছে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। এইরকম কেন হচ্ছে? বঙ্গোপসাগরে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আরও দু’টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। একটি পাকিস্তানে এবং অন্যটি আফগানিস্তানে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পরের সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলাগুলির ক্ষেত্রে সকলের দিকে কুয়াশা থাকবে। মকর সংক্রান্তি চলাকালীন বেশ কিছুদিন কনকনে ঠান্ডা উপভোগ করেছে কলকাতা সহ রাজ্যবাসী। শিলা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে মৌসম বিভাগ। শিলা বৃষ্টির জেরে বিপর্যস্ত হবে উত্তর-পশ্চিম ভারত। সোমবার ব্যাপক শিলা বৃষ্টি জম্মু ও কাশ্মীর লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হবে। মঙ্গলবার শিলাবৃষ্টি হবে উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে।