Date : 2024-04-26

রণজি ট্রফির কোয়ার্টারে বাংলা


রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। হরিয়ানার বিপক্ষে আউটরাইড জয় দিয়ে কোয়ার্টারে গেল বাংলা। ইনিংস ও 50 রানে হরিয়ানাকে হারাল মনোজ তিওয়ারির বাংলা দল। রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা দল। হরিয়ানার বিপক্ষে জিতে এক ম্যাচ বাকি থাকতেই রণজির শেষ আটে পৌঁছাল বঙ্গ ব্রিগেড। আভাসটা আগেই পাওয়া গেছিল। চতুর্থ দিনে হরিয়ানার মাঠে লাঞ্চের আগেই খেলা গুটিয়ে দিলেন আকাশদীপরা। এক ইনিংস ও 50 রানের জিতল লক্ষ্মীরতন শুক্ল ব্রিগেড। রণজি ট্রফিতে এরকম ঝাঁজ বাংলা বোলারদের সচরাচর দেখা যায় না বললেই চলে। কিন্তু এবার যেন শুরু থেকেই বল হাতে পিচে আগুন ঝড়াচ্ছেন আকাশদীপ, মুকেশ কুমাররা। প্রথম ইনিংসে 61 রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন আকাশ। দ্বিতীয় ইনিংস হরিয়ানা।বেশি রান করলেও আকাশ কিন্তু আবারও নিলেন পাঁচ উইকেট, মাত্র 51 রান দিয়ে। রণজির ম্যাচে 10 উইকেট নেওয়ার নজিরও গড়লেন ম্যাচের সেরা আকাশদীপ। বোনায় পয়েন্ট পাওয়ায় বর্তমানে মনোজের বাংলার সংগ্রহ 6 ম্যাচে 32 পয়েন্ট। চলতি মরসুমে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি মনোজ তিওয়ারি, অভিমন্যু ইশ্বরণরা। প্রথম ইনিংসে অনুষ্টুপের দুরন্ত শতরানই যে ম্যাচের মোর ঘুরিয়ে দেয়, তাও মানছে বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। জীবনে শেষ রণজি ট্রফি প্রতিযোগিতায় অধিনায়ক মনোজ কিন্তু সুপারহিট। লক্ষ্মীর সঙ্গে জুটিতে বাংলার অশ্বমেধের ঘো়ড়া ছোটাচ্ছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। মঙ্গলবার 24 জানুয়ারি থেকে ঘরের মাঠে গ্রুপ লেগে শেষ ম্যাচে ওড়িশার মুখোমুখি হবে বঙ্গ ব্রিগেড। অপরাজিত তকমা নিয়েই নকআউটে যাওয়াই লক্ষ্য থাকবে সুদীপ ঘরামি-প্রদিপ্ত প্রামানিকদের।