Date : 2024-04-19

রবিবার ভারত শ্রীলঙ্কা সিরিজের নিয়মরক্ষার ম্যাচ

রবিবার ভারত শ্রীলঙ্কা সিরিজের নিয়মরক্ষার ম্যাচ

রবিবার ভারত শ্রীলঙ্কা সিরিজের নিয়মরক্ষার ম্যাচ। মুলত বোলিং শক্তি যাচাইকেই এই ম্যাচে প্রাধান্য দিতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে দেখা গেছিল, বোলাররা অনবরত রান দিয়ে যাচ্ছিলেন। শেষ ম্যাচে তা আটকানো গেলেও সেক্ষেত্রে পিচের কৃতিত্ব ছিল অনেকটাই। ফলে তৃতীয় ম্যাচে মুলত বোলিং শক্তি যাচাইয়ের লক্ষ্যেই মাঠে নামছে ভারত। যদিও সিরিজ হোয়াইটওয়াশই টার্গেট হচ্ছে টিম ইন্ডিয়ার। রবিবারের ম্যাচের পরই বুধবার ফের মাঠে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যারা শ্রীলঙ্কার তুলনায় অনেকটাই বেশি শক্তিশালি। ফলে রবিবারের ম্যাচকে কিউয়ি সিরিজের আগে স্টেজ রিহারশাল হিসেবে দেখছে রোহিত, হার্দিকরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যাও দেখা দিয়েছে বারবার। একবার কোনও ক্রিকেটার দল থেকে বিশ্রাম নিলে এরপর ফিরে এসে তার ছন্দ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাই বিশেষ করে কোনও ব্যাটারকে বিশ্রাম দিতে চাইছে না ম্যানেজমেন্ট। 14 দিনের মধ্যে 6টি একদিনের ম্যাচ খেলবে ভারত। ফলে মহম্মদ সামিকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ বুমরার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজও সামিই ভারতীয় বোলিং লাইন আপের প্রধান ভরসা হতে চলেছেন। ফলে তৃতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে লঙ্কানদের বিপক্ষে টি20 সিরিজে খেলা অর্শদীপ সিংকে। লঙ্কানদের অধিকাংশ ব্যাটারই ডানহাতি। ফলে অর্শদীপ সিংয়ের বাঁহাতি পেস বোলিংয়ের ক্ষেত্রে বল ইনসুইং হয়ে ভিতরের দিকে আসে, যা ব্যাট করা তুলনামুলক কষ্টসাধ্য কাজ ব্যাটারদের। ফলে অর্শদীপকে সুযোগ দিতে চাইছে বোর্ড। ওপেনিংয়ে অবশ্য ইষাণ কিষাণকে খেলানো হতে পারে, তাকেও ম্যাচের মধ্যে রাখার জন্য। এখন দেখার গ্রিনফিল্ড স্টেডিয়ামে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করতে পারে কিনা ভারতীয় দল।