Date : 2024-04-23

রাজ্যে ফিরছে শীতের দাপট? এক ধাক্কায় তাপমাত্রা কমল ২ ডিগ্রি

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরল শীত। রবিবারই ২ ডিগ্রি কমেছিল রাজ্যের তাপমাত্রা। সোমবার আরও ২ ডিগ্রি কমে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮। তবে আগামী ২ দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আবার বইবে উত্তুরে হাওয়া। জেলার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। এই পরিস্থিতি বজায় থাকতে পারে আগামী সোমবার অবধি।

হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার তাপমাত্রা কমলেও তার পরের দু’দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। এর ফলে শীত যে স্থায়ী হবে না, সেই ইঙ্গিতই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা দেখা যাবে। তবে বেলা গড়ালে তা উধাও হয়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।