Date : 2024-04-20

রাজ্য থেকে উধাও শীত, এবার কি তবে উষ্ণ সরস্বতী পুজো?

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। মঙ্গলবার আরও বাড়ল তাপমাত্রা। একেবারেই উধাও শীতের আমেজ। তাহলে এবারের মত কি শীতবিদায়ের পালা?

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি, সর্বোচ্চ ২৮.৭ ডিগ্রি। আগামী এক সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা। ঘর্মাক্ত হতে পারে সরস্বতী পুজোর দুপুর। উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিন হাল্কা ঠান্ডা থাকবে পরের দুই তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং কালিম্পং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা।

তবে এদিন তবে তাপমাত্রা বাড়লেও সকাল থেকেই কুয়াশার দাপট ছিল। ভোরের দিকে রীতিমতো ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয় তবেবেলা বাড়লে সেই ঘন কুয়াশা উধাও হয়ে যায়।

সোমবারও খানিকটা বেড়েছিল তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রি। সোমবার থেকেই উধাও হয়ে যায় শীতের অনুভূতি। সরস্বতী পুজোও কাটতে চলেছে শীতবিহীন ভাবেই এটা তাই বলাই যায়।