Date : 2024-04-20

হাইকোর্টের বয়কট ইস্যুতে প্রশ্নের মুখে রাজ্য সরকার!কেন এজলাসে উপস্থিত থাকছেন না সরকারি আইনজীবীরাজানতে চান বিচারপতি।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : জট যেন কেটেও কাটছে না ।ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার।বুধবার বিচারপতি রাজা শেখর মান্থা এডভোকেট জেনারেলের কাছে অভিযোগ অধিকাংশ মামলায় অনুপস্থিত থাকছেন সরকারি আইনজীবিরা। বিক্ষোভ এর ঘটনায় আমি দুঃখিত। ফের বললেন অ্যাডভোকেট জেনারেল। উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল বলেন খুব দুর্ভাগ্যজনক ঘটনা।এত মামলায় আমায় উপস্থিত থাকতে হচ্ছে যে আমি বিষয়টি জানতাম না।খোঁজ নিয়ে দেখছি কেন এটা হচ্ছে।

বিচারপতিরাজা শেখর মান্থার প্রশ্ন এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায়েরউদ্দেশ্য রাজ্যের আইনজীবীরা আসছেন না কোনো? এডভোকেট জেনারেল উত্তরে জানান আমি কথা বলেছি। তারা চায় মামলার অংশ নিতে বারের বেশির ভাগ আইনজীবিরা যোগদানের পক্ষে। আমি একা সব মামলায় তো একা অংশগ্রহণ করতে পারি না। তবে তারা মামলায় অংশগ্রহণের পক্ষে।
ফের বিচারপতির প্রশ্ন বেশ কিছু গুরুত্ব পূর্ণ মামলা আমি স্থগিত রেখেছি। বিচাপ্রার্থী দের কথা ভাবতে হবে। দেখা যাক কাল কি হয়।
বিচারপতি বলেন অনেক গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল আজ কিন্তু সরকারি আইনজীবী র অনুপস্থিত থাকার জন্য মামলা য় কোন নির্দেশ দিতে পারলাম না।