Date : 2024-04-20

৪৪৮৭জনের OMR সিট যেখানে প্রার্থীর নাম, স্কুলের নাম, বাবার নাম এবং বাড়ির ঠিকানা ছাড়াও থাকবে প্রাপ্ত নম্বর এবং ভাঁড়ানো নম্বরপ্রকাশের নির্দেশ।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসিজানায় ২২৭ টি সাদা(ফাঁকা) OMR রয়েছে। এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে ওই ও এম আর সিট প্রকাশ করা যাবে বলে জানালো এসএসসি।

এই ২২৭ জনের মধ্যে ১২৫ জন প্যানেল ভুক্ত
৯০ জন ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট
১২ জন প্যানেল বা ওয়েট লিস্ট ভুক্ত প্রার্থী নন।

১৬৯০ সুপারিশ প্রাপ্তর মধ্যে ১২৫ জনের ও এম আর সাদা।
সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় মোট ৪৪৮৭ সুপারিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৮২৩ OMR বিকৃত করা হয়েছে। Nysa এবং এসএসসির দেওয়া নম্বরে গরমিল পাওয়া গিয়েছিল।
মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম জানায় ১৪৭ প্যানেল ভুক্ত প্রার্থীর নম্বর ০ থেকে বেড়ে ৪৩ হয়েছে ।
এদিন ইডির পক্ষের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানায় ইডি তদন্ত শুরু করেছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে। এখনও পর্যন্ত তদন্তে কোনো সাফল্য পেলে তাও জানাতে হবে। সুবিরেশ ভট্টাচার্যকে জেরা করা হয়েছে? না হলে জেলে গিয়ে বা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করুন।এরই মাঝে সিবিআইয়ের পক্ষের আইনজীবী
বিল্লোদল ভট্টাচার্য বিচারপতির উদ্দেশ্য বলেন নবম দশম এর ক্ষেত্রে অসীম দুর্নীতি হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনকে আগামী ৭দিনের মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে ২০১৬ সালে গ্রুপ ডি পদে কত শুন্য পদ ছিল?
কত জনকে সুপারিশ দেওয়া হয়েছে?
কত জন প্রার্থী প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্ট এ আছেন?
কত বিকৃত ও এম আর সিট সিবিআই দিয়েছে?
সুপারিশ অনুযায়ী কতজন গ্রুপ ডি পদে যোগ দিয়েছেন?

বিচারপতি দুই কেন্দ্রীয় তাদনকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের আইনজীবী র উদ্দেশ্য বলেন নির্দেশ না দিলেও সিবিআই এবং ই ডি তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে পারে।
এসএসসি গ্রুপ ডি র সমস্ত বিকৃত ও এম আর সিট আপলোড করবে ৪৪৮৭ যেটা সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে। এই ৪৪৮৭ ও এম আর এর লিস্ট তৈরি করতে হবে।
এছাড়াও করা বেআইনি ভাবে চারি করছে তাদের তালিকা নাম বাবার নাম ও স্কুলের নাম সহ পর্ষদকে তৈরি করতে হবে।

মামলার পরবর্তী শুনানি আগামী ৩১শে জানুয়ারি।