Date : 2024-04-25

১৫ দিনের মধ্যে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা দু লক্ষ টাকা দিতে হবে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ৮ বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৫ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে।

২০১৪ সালের টেটে অংশ নেন মালারানী পাল। কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, পর্ষদ তা জানায়নি বলে অভিযোগ। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর ফলে তিনি বঞ্চিত হয়েছেন।

হাই কোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এর পরই মানিককে জরিমানা করে আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এখন মানিক যে হেতু জেলে রয়েছেন, তাই সেখানে হাই কোর্টের কপি নিয়ে যাবেন মামলকারীর আইনজীবী।

৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।