Date : 2024-04-20

প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : মামলাকারীর আইনজীবী মৃত্যঞ্জয় চক্রবর্তী -যাদের নাম ছিলনা লিস্টে তাদেরকে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়ার জয়পুর,মানবাজার ব্লকে। যাদের লিস্টে নাম ছিল তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী – যিনি অভিযোগ জানিয়েছেন তার নুন্যতম জ্ঞান নেই এই বিষয়ে।তারকাছে কোনো তথ্য নেই। অবিলম্বে মামলা বাতিল করা উচিত।

বিল্বদল ভট্টাচার্য কেন্দ্রের তরফে – জেলা শাসকের কাছে অথবা দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের থেকে রিপোর্ট কল করা হোক তাহলেই স্পষ্ট হয়ে যাবে যাদের নাম ছিল তারা পেয়েছে নাকি অন্যরা পেয়েছে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন। ২৭ ফেব্রুয়ারী ফের শুনানি।

উল্লেখ্য প্রধান মন্ত্রী আবাস যোজনার টাকায় দূর্নীতির অভিযোগে বিজেপি নেতা বিবেক রাঙ্গা মামলা করেছিলেন যথাযথ তদন্তের দাহিতে।

আগামী ২৭শে ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।