শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- শীত এলেই ওয়েলিংটন স্কোয়ারে উলের পোশাক বিক্রির স্টল বসে যায়। এই বিশেষ মার্কেট টি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত খোলা থাকে। কোনো কোনো স্টল ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে । ওয়েলিংটন জায়গাটি বহু বছর ধরে কলকাতার শীতে পোশাকের বিকিকিনির একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। দার্জিলিং, সিমলা, কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং ভুটান সহ বিভিন্ন হিল স্টেশন থেকে আসেন বিক্রেতারা। তারা এই মাসগুলো কলকাতার কাছাকাছি এলাকায় থাকেন। তাদের মধ্যে কেউ কেউ প্রজন্ম ধরে এখানে আসছেন।
স্টলগুলো বাঁশ দিয়ে তৈরি হয়।
সোয়েটার থেকে কার্ডিগান, শাল, স্টোল, জ্যাকেট, মাফলার, গ্লাভস, পশমী পোশাক সব বয়সের জন্যেই উপলব্ধ থাকে বিভিন্ন শীত পোশাক। কেনাকাটার জন্য প্রায় ১০০ টি স্টল। দুপুর ১২ টা থেকে রাত ৯ – ১০ টা পর্যন্ত খোলা থাকছে। বেশিরভাগ জিনিসপত্রের দামই সাশ্রয়ী। আগে, সাধারণত দর কষাকষি ছিল কিন্তু এটি এখন একটি নির্দিষ্ট মূল্যের বাজারে পরিণত হয়েছে।কোভিড-এর কারণে বাজার ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। সেই রেশ এখনও কাটেনি। তবে বিক্রেতাদের একাংশের বক্তব্য শীত সেভাবে না পড়ায় বিক্রি ভালো হচ্ছে না। যত শীত পড়বে বিক্রি ভালো হবে। জেলা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় শীত ভালোয় পড়েছে। তবে সেই সব জায়গা থেকেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। তবে পৌষ মাসের এই জাঁকিয়ে শীতে কিছুটা বিক্রি হবে বলে আশাবাদী ভুটানিরা।