শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- কলকাতার ঐতিহ্য হলো ট্রাম। শুক্রবার ট্রাম দেড়শো বছরে পা রাখলো। ট্রামকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার।পরিবেশবান্ধব ও জ্বালানি খরচ সাশ্রয়কারী এই যানকে দিনে দিনে শেষ করে দেওয়া হচ্ছে। এবং ট্রামের জমি-সম্পদ কৌশলে জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। কোনও কারণ ছাড়া একের পর এক ট্রাম রুটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই দাবি সিপিআই(এম)। ট্রামের ১৫০ বছর দিনেই ঐতিহ্যমণ্ডিত যানকে তুলে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির ডাকে ট্রাম বাঁচাও এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি করা হয়। কলকাতার ১০টি ট্রাম ডিপো এলাকায় তীব্র বিক্ষোভে সোচ্চার হন পার্টি নেতৃত্ব ও কর্মীরা। কলকাতার উলটোডাঙ্গা, বেলগাছিয়া, রাজাবাজার, ধর্মতলা, নোনাপুকুর, গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জ, কালীঘাট, খিদিপুর ট্রামডিপোর সামনে বিক্ষোভ দেখান সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মীরা। ট্রামের সার্ধশতবর্ষের দিনটি বেছে নেওয়া হয়েছে রাজ্য সরকারকে ধিক্কার জানতে, বললেন সিপিআইএম কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সংগ্রাম চ্যাটার্জি। তিনি জানান ট্রামের সম্পত্তি হস্তগত করতে চাইছে বর্তমান সরকার। এর বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে শামিল হবে সিপিআই(এম)।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.