রাকেশ নস্কর , সাংবাদিক ঃ বলিউডের ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা চোপড়া এবার তুখোর মেজাজে ধরা দিলেন। হলিউডের নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। প্রযোজনা করেছেন রুশো ব্রাদার্স । তার ওয়েব সিরিজের ফার্স্ট লুকে ভিন্ন মেজাজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।
মার্কিন মুলুকে এখন বসবাস করেন ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ‘কোয়ান্টিকো’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও করেছেন প্রিয়াঙ্কা। আবার ‘সিটাডেল’ ওয়েব সিরিজে নয়া অবতারে।
এই ওয়েব সিরিজ আমাজন প্রাইম ভিডিওয়ে দেখা যাবে।প্রিয়াঙ্কাকে সিক্রেট এজেন্ট নাদিয়ার চরিত্রে দেখা যাবে। হলিউডের হ্যান্ডসম হাঙ্ক রিচার্ড ম্যাডেন তাঁর বিপরীতে রয়েছেন।স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই স্পাই-থ্রিলার সিরিজে।
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিটাডেলের ভারতীয় ভার্সানে অভিনয় করছেন। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে । সামান্থা প্রশংসা করেছেন প্রিয়াঙ্কার লুকের।দিয়েছেন ফায়ার ইমোজিও। মার্কিন পপ-তারকা নিক জোনাস একই ইমোজি দিয়ে স্ত্রী প্রিয়াঙ্কার ‘সিটাডেল’ লুকের প্রশংসা করেছেন।