বিশ্ব ফুটবলে ফের একবার লড়াইয়ে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্মুখ সমরে অবশ্য নয়। ল়ড়াইয়ে তারা নামছেন একে অপরের পরিসংখ্যানের বিপক্ষে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই ক্লাব ফুটবলে করেছিলেন 700তম গোলের নজির। এবার সেই তালিকায় নাম লেখানোর সুযোগ চিরপ্রতিদ্বন্দী আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির কাছে। আর এক গোল করতে পারলেই রোনাল্ডোর সেই রেকর্ডে হাত বসাতে চলেছেন এলএমটেন। অবশ্য তাতে রোনাল্ডোর রেকর্ড ভাঙছে না কোনওমতেই। মেসি অবশ্য অন্য এক রেকর্ড গড়তে পারেন 700তম গোল করলে। সেটা হল দ্রুততম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে সাতশো তম গোলের নজির গড়বেন মেসি। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে করেছিলেন 700তম গোল।
তবে এই মাইলস্টোনে পৌঁছাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়েছিলেন 943 ম্যাচ। সেই তুলনায় এই মাইলস্টোনে পৌঁছাতে লিওনেল মেসির ম্যাচ সংখ্যা লাগছে অনেকটাই কম। কারণ 839 ম্যাচে এখনও পর্যন্ত মেসির গোল সংখ্যা 699। ফলে রোনাল্ডোর থেকে 100 ম্যাচ কম খেলেই 700 গোলের ক্লাবে ঢুকে পড়তে পারেন এলএমটেন। গত বছর থেকে লিওনেল মেসির সময়টা ভালোই যাচ্ছে। বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে। পিএসজির সেরা তারকা এখন তিনিই। সামনে থাকা রোনাল্ডোর ক্লাব ফুটবলে গোলের সংখ্যা 706. ফলে গত বছরের মতো পারফরমেন্স যদি এই বছরও ধরে রাখতে পারেন আর্জেন্তাইন তারকা, তাহলে ক্লাব ফুটবলে গোলের নিরিখে তিনি সিআরসেভেনকেও ছাপিয়ে যেতে পারেন তা বলাই যায়। সৌদি আরবে গিয়ে রোনাল্ডো গোলের মধ্যে থাকলেও বিশ্ব ফুটবলের লাইম লাইট থেকে অনেকটাই দুরে রয়েছে। ফলে সরাসরি মেসি- রোনাল্ডোর লড়াই দেখার সুযোগ আর এখন নেই ফুটবলপ্রেমীদের কাছে। তাই রোনাল্ডো – মেসির জন্য আড়াআড়ি ভাগ হতে গেলে এখন অস্ত্র স্রেফ দুই তারকা রোনাল্ডো- মেসির পরিসংখ্যান।