Date : 2023-12-12

সৎ বাবার পৈশাচিক লালসার শিকার নবম শ্রেণীর ছাত্রী। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার অভিযুক্ত সৎ বাবা।

বুধবার নির্যাতিতা নবম শ্রেণীর ওই ছাত্রীর মা বাগুইআটি থানায় তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ, বিগত তিন মাস ধরে অভিযুক্ত বিক্রম সাউ তার অনুপস্থিতিতে তার মেয়ে নাবালিকা নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অভাব্য আচরণ করত এবং যৌন নির্যাতন চালাত। গতকাল সেই নির্যাতন চরম পর্যায়ে পৌঁছালে মেয়ে তার কাছে সমস্ত ঘটনা জানায়। এরপরেই মনি রায় নামে ওই মহিলা বাগুইআটি থানায় এসে স্বামী অভিযুক্ত বিক্রম সাউয়ের নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে বাগুইহাটি অর্জুনপুর এলাকা থেকে অভিযুক্ত বিক্রম সাউকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে।