Date : 2024-04-25

অজিদের দ্বিতীয় টেস্টে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি ঘরেই রেখেছে ভারত

অজিদের দ্বিতীয় টেস্টে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি ঘরেই রেখেছে ভারত। ট্রফি কোনওভাবে হাতছাড়া হওয়ার সুযোগ নেই। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা প্রশস্ত করে ফেলেছে ভারত। তবে এখনই ফাইনালের টিকিট হাতে পায়নি ভারতীয় দল। খাতায় কলমে এগিয়ে থাকলেও এখনও অঙ্কের নিরিখে শ্রীলঙ্কার সুযোগ থাকছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। যদিও লঙ্কানদের কাছে কাজটা অবশ্যই কঠিনই। কারণ নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে দুটি টেস্টেই জিততে হবে তাঁদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ঠিক পিছেই রয়েছে ভারত। 10টি জয়, 4টি হার এবং 2টি ম্যাচ ড্র করেছে ভারত। দঃ আফ্রিকা আগেই বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেছে। ভারতের হাতে সেখানে রয়েছে আরও দুটি ম্যাচ। ভারতের টেস্ট জয়ের শতাংশ 64.06। একঝলকে
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক
পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেমের হিসেবে
অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের (পিসিটি) 66.67
ভারতের টেস্ট জয়ের (পিসিটি) 64.06
শ্রীলঙ্কার টেস্ট জয়ের (পিসিটি) 53.33

অস্ট্রেলিয়া এবং ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা 88.9 শতাংশ
অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার ফাইনাল খেলার সম্ভাবনা 8.3 শতাংশ
ভারত এবং শ্রীলঙ্কার ফাইনাল খেলার সম্ভাবনা 2.8 শতাংশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচ
28 ফেব্রুয়ারি থেকে দঃ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ
1 মার্চ থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট)
8 মার্চ থেকে দঃ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ
9 মার্চ থেকে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা
9 মার্চ থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া(চতুর্থ টেস্ট)
17 মার্চ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা
বর্তমান পরিস্থিতিই বলে দিচ্ছে মিরাক্কেল না ঘটলে ফাইনাল খেলবে ভারতই। তবে স্পিনারদের সৌজন্য দেশের মাটিতে টেস্ট জেতা গেলেও ওভালের সবুজ পিচে তা সমভব নয়। তাই আইসিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে পেসারদেরও তৈরি করে নেওয়া প্রধান টার্গেট ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে।