Date : 2024-03-28

আয়কর বিভাগের বিরুদ্ধে মামলায় ফের ধাক্কা কংগ্রেস নেতা ও মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : হিসেব বহির্ভূত টাকা নিয়ে তদন্ত আয়কর বিভাগের দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। খারিজ হয়ে গেলো কামালনথের আবেদন। শুক্রবার বিচারপতি শিবাঙ্গানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কামলানাথের আবেদন খারিজ করতে গিয়ে জানিয়ে দেয়, কেন্দ্রীয় ভাবে গোটা বিষয়টি তদন্তের সিদ্ধান্ত পুরোটাই আয়কর দপ্তরের প্রশাসনিক সিদ্ধান্ত। সেখানে হস্তক্ষেপ করবে না আদালত। এর আগে বিচারপতি শেখর ববি সরাফ এই ইস্যুতে কামাল নাথের আবেদন খারিজ করে দেন। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন কমল নাথ।

কমলনাথের বিরুদ্ধে আয়কর দপ্তর ২০১৯ সালের ৭ এপ্রিল একযোগে তল্লাশি চালায়। কলকাতা ও মধ্যপ্রদেশের বেশ কয়েকটি শহরে চলে হানা। কলকাতায় কমল নাথের বাড়িতে তল্লাশি হয়। মধ্যপ্রদেশে প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর ওএসডি সহ আরো কয়েকজন ঘনিষ্ঠদের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। তাদের থেকে পাওয়া ল্যাপটপ এবং মোবাইলের সূত্র ধরে পাওয়া নথি থেকে আয়কর দপ্তরের দাবি, ৭ এপ্রিল ওই চল্লাশি অভিযানের পরের দিনই কমল নাথের এক ঘনিষ্ঠ তার দিল্লির বাড়ি থেকে কুড়ি কোটি টাকা সর্বভারতীয় কংগ্রেসের অফিসে পাঠিয়েছিলেন। সেই টাকা কংগ্রেস অফিসে জমা পরার তথ্য রয়েছে। সেই মামলা দিল্লিতে কেন্দ্রীয় ভাবে তদন্তের আয়কর দপ্তরের সিদ্ধান্তকে কেন্দ্র করেই এতদিন আদালতে লড়াই চলছিল।