Date : 2024-03-28

আরও সুবিধা স্বাস্থ্যসাথী কার্ডে!

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আরও সুবিধা স্বাস্থ্য সাথী কার্ডে। বাড়ল বিভিন্ন টেস্টের খরচসীমা। এবার থেকে ২৫হাজার টাকা অবধি খরচ এই কার্ডে। যা এতদিন ছিল ৫হাজার টাকা। তবে NABH স্বীকৃত ল্যাব থেকে টেস্ট করতে হবে। এর সঙ্গে এই কার্ডেই এবার পেসমেকার স্টেন্টের মত যন্ত্রও কেনা যাবে।

স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে

বিভিন্ন পরীক্ষা করাতে ৫হাজার টাকা বরাদ্দ বেড়ে ২৫হাজার টাকা।

তবে টেস্ট করাতে হবে NABH স্বীকৃত ল্যাব থেকে

হৃদযন্ত্র ও হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচ এবার স্বাস্থ্যসাথীতে

কেনা যাবে পেসমেকার স্টেন্টের মত যন্ত্রাংশ।

এতদিন, যে টাকার অঙ্ক ছিল ৫ হাজার, এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। এছাড়াও, সরকারি হাসপাতালে এবার থেকে কার্ডিওলজি, অর্থোপেডিক ইমপ্ল্যান্টের জন্য যে অর্থ খরচ হয়, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনেই পাওয়া যাবে।

এছাড়া ভুয়ো বিল নিয়েও কড়া হচ্ছে সরকার। বেসরকারি হাসপাতালের বিলের ৩০ শতাংশের অডিট হবে। এর জন্য ২০০ জন চিকিৎসককে নিয়ে দল গড়া হয়েছে। কোনও গরমিল ধরা পড়লেই বিলের টাকা ফিরিয়ে দিতে হবে হাসপাতালকে। এর সঙ্গে জরিমানাও দিতে হবে।