Date : 2024-03-29

উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শেষেই ঝরছে ঘাম!

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: একেবারেই উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শেষেই ঝরছে ঘাম! গত কয়েকদিনে সকাল কিংবা রাতের দিকে যে একটু হাল্কা শীত অনুভূত হত রবিবার থেকে তা একেবারেই উধাও। বরং এবার থেকে রোজ শুরু হবে অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝার তৈরি হয়েছে। এর ফলে আগামী ৩ দিন বাড়বে রাতের তাপমাত্রা। আগামী ৩ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। তবে ঝঞ্ঝা কাটার পর পারদ পতনের আর তেমন সম্ভাবনা নেই।

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গরমে হাঁসফাঁস করতে পারেন শহরবাসী। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।