Date : 2024-03-29

এডিনো আতঙ্ক- বি সি রায় হাসপাতালে উপচে পড়ছে ভিড়

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: রবিবারই ২শিশুর প্রাণ গিয়েছে এডিনো ভাইরাস আক্রান্ত হয়ে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতাল গুলিতে উপচে পড়ছে ভিড়। সোমবার বি সি রায় শিশু হাসপাতালে দেখা গেল সেই চিত্রই

বেশিরভাগ বাচ্চাই জ্বর সর্দি কাশির মত সমস্যায় আক্রান্ত। চিকিৎসককে দেখাতে দূরদূরান্ত থেকে মা বাবারা বাচ্চাকে নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন

এই আবহেই স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতাল পরিদর্শনে এলেন। তারা গোটা হাসপাতাল ঘুরে খতিয়ে দেখলেন ব্যবস্থাপনা। উপস্থিত ছিলেন প্রিন্সিপালও।

তারা দুটি ক্যাম্পাসে পরিকাঠামো খতিয়ে দেখেন।
এছাড়া বি সি রায় মেইন ক্যাম্পাস এবং বেলেঘাটা ক্যাম্পাসের বেড ক্যাপাসিটি খতিয়ে দেখা হয়। একটা বেডে যাতে দুটি থেকে তিন টি শিশু না ভর্তি থাকে তা বলেন তারা। বি সি রায়ের সেকেন্ড ক্যাম্পাসকে,রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনে আক্রান্তদের ব্যবহারের নির্দেশ