Date : 2024-04-24

এডিনো ভাইরাস নিয়ে তৎপর স্বাস্থ্য দফতর

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এডিনো ভাইরাস নিয়ে এই মুহুর্তে আতঙ্ক বাড়ছে ক্রমশই। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা আর এই ভাইরাস নিয়ে তৎপর স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা বা রেসপিরেটারি প্রবলেম নিয়ে কোন রোগী ভর্তি হলে তার কোভিড টেস্ট বাধ্যতামূলক হল। কারণ এই এডিনো ভাইরাসের মধ্যেও কোনভাবে করোনার স্ট্রেন আছে কিনা তা নিশ্চিত হতে চাইছেন চিকিৎসকরা। এছাড়াও কোন রোগীকে বাড়িতে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়ার জন্য কি কি করতে হবে তা নিয়ে গাইডলাইন দেওয়া হল।

জারি হওয়া গাইডলাইনে বলা আছে কোন রোগীকে যদি বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে হয় অর্থাৎ তার হাসপাতালে ভর্তি হওয়ার আগে কি কি করতে হবে, সেগুলো হল
১. নিয়মিত জ্বর মাপতে হবে।
২. পরিমিত জল খেতে হবে। খেতে হবে ওআরএসও।
৩. শ্বাসকষ্ট হচ্ছে কিনা এবং ইউরিন যথাযথ ভাবে হচ্ছে কিনা নজর রাখতে হবে
৪. দিনে ৫টার বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না আর তা যেন ১০-১২ মিলিগ্রামের বেশি না হয়

হাসপাতালের ক্ষেত্রে বলা হয়েছে—
১. হাসপাতালে পরিষেবা যেন যথাযথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে
২. দরকার হলে রেসপিরেটারি আইসোলেশন ইউনিট খুলতে হবে
৩. ৬ ঘন্টা অন্তর অন্তর ইউরিন আউটপুট হাইড্রেশন স্টেটাস পরীক্ষা করতে হবে।