Date : 2024-04-19

পোষ্যদের নিয়ে কলকাতায় আয়োজিত হল পেট শো পেট-ই-অ্যাফেয়ার।আহ্লাদে ডগমগে পোষ্যরা জমিয়ে দিল এই শো।

রাকেশ নস্কর, সাংবাদিক ঃ যাদের বলার ভাষা অনেকটাই আলাদা। মানুষের পাশে থাকে বন্ধুর মত। একটু আদর আহ্লাদে থাকতে ভালোবাসে তাঁরা । প্রতিভাও রয়েছে তাঁদের মধ্যে। আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আমাদের প্রিয় পোষ্যরা। কলকাতায় তাঁদের নিয়ে আয়োজিত হল পেট – ই- অ্যাফেয়ার । যেখানে বিভিন্ন প্রজাতির পোষ্যদের নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল । গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান থেকে শুরু করে ল্যাব । ভিন্ন প্রজাতির পোষ্যদের কেরামতি দেখা গেল এই পেট শো-তে। মুল উদ্যোগে ছিলেন কঙ্কন দাশগুপ্ত।

এই পেট শোয়ের বিষয় বিস্তারিত জানালেন তিনি। এছাড়াও পেট শোয়ে অভিনেত্রী ফলক রাশিদ রায়ের পোষ্য প্রযোগীতায় ভাগ নিয়েছিলেন। পশুদের প্রতি ভালোবাসার কথা ব্যক্ত করলেন তিনি ।
৪০-এর বেশি প্রতিযোগী সামিল ছিলেন এই পেট শো-তে। যার মধ্যে সেরা পোষ্যদের পুরস্কৃত করা হল । পোষ্যদের নিয়ে উদ্যোগ পশু প্রেমীদের উত্সাহ প্রদান করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।