Date : 2024-04-25

বঙ্গ বিজেপিকে নিয়ে সংশয় কেন্দ্রীয় নেতৃত্বের, প্রার্থী খুশিতে হিমশিম বঙ্গ বিজেপি

সুচারু মিত্র সাংবাদিক : সামনে পঞ্চায়েত ভোট এই অবস্থায় দাঁড়িয়ে এবার বঙ্গ বিজেপিকে নিয়ে দ্বিধায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে হেনস্তা করে , বাংলায় ভোট পাওয়া যাবে কি? এ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন রাজনাথ সিংহ থেকে একাধিক নেতৃত্ব। একদিকে অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা বারে বারে এসে দুর্নীতিকে হাতিয়ার করছে এবং তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ঠিক তখনই মোদী রাজনাথরা সরাসরি সংঘাতে যেতে চাইছেন না বলেই সূত্রের খবর, বিধানসভায় মুখ পুড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের এই যুক্তি অনেকে দেখিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৭০ হাজার বুথে প্রার্থী খুঁজে পাচ্ছে না বঙ্গ বিজেপি, প্রার্থী খুঁজতে এবার মিসড কল এর ব্যবহার শুরু করেছে বিজেপি। পঞ্চায়েতে ছিটেফোটা সাফল্য আসবে কিনা তা নিয়ে বিরাট সংশয় নেতৃত্বের মধ্যে। এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির ওপর পুরোপুরি ভরসা করতেন নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব।

১০০% বুথে বঙ্গ বিজেপি প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়েও তারা ধোঁয়াশায় রেখেছেন, অধিকাংশ জায়গায় বুথ কমিটি প্রস্তুত হয়নি এখনো, তাই দুর্বল সংগঠন নিয়ে পঞ্চায়েতে কি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে ভয় পাচ্ছে? কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এ প্রশ্নও তুলতে শুরু করেছেন।