Date : 2024-03-29

বাড়ল রেপোরেট, গাড়ি এবং গাড়ির ইএমআই বেশি দিতে হবে মধ্যবিত্তকে।

সুচারু মিত্র, সাংবাদিক : বাজেট পেশের পরেই আশঙ্কা তৈরি হয়েছিল বাড়তে পারে রেপো রেট, বুধবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন বাড়ল রেপোরেট। ২৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ৬.৫% বাড়ল রেপোরেট, যার ফলে গাড়ি, বাড়ির ইএমআই বাড়তে চলেছে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, কিন্তু কি এই রেপোরেট? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে সুদের হারে অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেয় তাকেই রেপোরেট বলা হয়, ফলে সেই সুদের হার বৃদ্ধি পাওয়ায় বাড়তে চলেছে গাড়ি বাড়ির ইএমআই।

এমনিতেই আদানি ইস্যুতে উত্তাল গোটা দেশ আর এই পরিস্থিতির মধ্যে এবার বাড়ল রেপারেট। রিজার্ভ ব্যাংকের গভর্নরের ঘোষণার পর থেকে ব্যাংক গুলি ইএমআই নিয়ে সিদ্ধান্তের পথে। মার্চ মাস থেকেই কার্যকর হতে চলেছে নতুন সিদ্ধান্ত।