Date : 2024-04-19

মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান

মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান

মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান। পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেই নিজেদের কাজটা কঠিন করে দিয়েছে সবুজ মেরুন ফুটবলাররা। নিজামের শহরে লিগের সেকন্ড বয়ের বিপক্ষে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর বাগান। ঘারে নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু। কারণ পয়েন্টের নিরিখে মোহনবাগান এবং বেঙ্গালুরু দাড়িয়ে একই জায়গায়। ফলে হায়দরাবাদের বিপক্ষেও বাগান পয়েন্ট নষ্ট করলে পরের দিনই লিগের টপ ফোরে ঢুকে পড়ার সুযোগ থাকবে বেঙ্গালুরুর কাছে। বোমাসের অনুপস্থিতিতে মোহনবাগানের আক্রমন এক দমই ডানা বাঁধছে না। দিমিত্রি পেত্রাতোসের পক্ষে একা দলকে টানা সমভব হচ্ছে না, কারণ আপফ্রন্টে বারবার একা হয়ে পড়ছেন অজি স্ট্রাইকার। ফেডেরিকো গালেগা পিছনে খেললেও তাকে পর্যাপ্ত বলের জোগান দিতে পারছেন না। লিস্টন, মনবিররা ছন্দ হারাচ্ছেন। তাই আওয়ে ম্যাচে জোড়া স্ট্রাইকারে যাওয়ার ভাবনায় সবুজ মেরুন কোচ। সেক্ষেত্রে প্রতিপক্ষের রক্ষণে চাপ রাখা যাবে। কারণ চাপ রাখতে না পারলে বার্থেমৌ ও গবেচেরা বাগানের নরবরে আক্রমনে একের পর এক আক্রমন শুরু করলে, সেই চাপ ধরে রাখা বেশ কষ্টসাধ্য কাজ হয়ে যাবে। 17 ম্যাচে মোহনবাগান দল গোল করেছে মাত্র 20টি। অন্যদিকে গোল হজম করেছে 15টি। পরিসংখ্যানই জানান দিচ্ছে আক্রমন হোক বা রক্ষণ, কোনও বিভাগেই এবারে মোহনবাগান ফুটবলাররা পারফরমেন্সের ধারে কাছে নেই। এখন দেখার নিজামের শহর থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা মনবির সিং, দিমিত্রি পেত্রাতোসরা।