Date : 2024-04-18

রবিবার আইএসএলে সম্মানরক্ষার ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গ

রবিবার আইএসএলে সম্মানরক্ষার ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। মুম্বই এফসির বিপক্ষে পয়েন্টের খোঁজে লালহলুদ। পরের ম্যাচই ডার্বি হওয়ায়, যেনতেন প্রকারেন মুম্বই থেকে না হেরে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ফুটবলাররা। লিগ টপার মুম্বই সিটি এফসির বিপক্ষে আইএসএলে ম্যাচে রবিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। তাও মুম্বইয়ের ডেরায়। প্লে অফের রাস্তা আগেই বন্ধ হয়েছে ইস্টবেঙ্গলের। এখন স্রেফ সম্মানরক্ষার ম্যাচ। সামনেই রয়েছে বড় ম্যাচ। আগামি শনিবার নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তার আগের ম্যাচে পয়েন্ট পেলে, আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকা যাবে। সেকথা মাথায় রেখেই রবিবার শক্তিশালি মুম্বইয়ের বিপক্ষেও পয়েন্ট খোঁজে রয়েছে লালহলুদ শিবির। ইতিমধ্যেই আগামি মরসুমে স্টিফেনকে রাখার গুঞ্জন শুরু হয়েছে ক্লাবে। ফলে লালহলুদ কোচ নিজেও কিছুটা স্বস্তিতেই থাকবেন আগামি ম্যাচের আগে। মুম্বই ম্যাচ কঠিন হলেও পয়েন্ট পাওয়া অসমভব নয়। ক্লেইটন অস্ত্রে ভর দিয়েই পয়েন্টের খোঁজে মুম্বইতে স্টিফেন। ইভান গঞ্জালেজ এই ম্যাচে খেলতে পারবেন না চোটের জন্য। তাই অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্সের নীতি অনুসরণ করে আক্রমনে ক্লেইটনের সঙ্গে জার্ভিসকে জুড়ে দিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। সেক্ষেত্রে আক্রমনে ক্লেইটনের একা পড়ে যাওয়া আটকানো যাবে। প্রথম কয়েকটা ম্যাচে জার্ভিসের মধ্যে জড়তা থাকলেও ডার্বির আগে সেটা কাটানো অত্যন্ত প্রয়োজন। কারণ সামনে মুম্বই ম্যাচ হলেও স্টিফেনের ফোকাসে কিন্তু ঢুকে পড়েছে বড় ম্যাচ। গত ম্যাচে আহমেদ জাহু, জর্জে পেরেইরাদের মুম্বইকে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের মুম্বইয়ের ভুল ত্রুটি নিয়েও আলোচনা হয়েছে। লিগ টপারদের রক্ষণের ফাঁকফোর ও আক্রমনের শক্তির দিকগুলো খতিয়ে দেখে দল সাজাচ্ছেন লালহলুদ কোচ। লিগের শেষ পর্যায় এসে চুংনাঙ্গা লাল, সার্থক গোলুইদের ভোকাল টনিকেই বাড়তি জোর দিচ্ছেন স্টিফেন। এখন দেখার মুম্বইয়ের ডেরা থেকে পয়েন্ট তুলে আনতে পারে কিনা সার্থক, ক্লেইটনদের লালহলুদ ব্রিগেড।