Date : 2024-04-23

হাইকোর্টে ধাক্কা রাজ্যের!আসানসোলে কম্বল বিতরণে মৃত্যু সংক্রান্ত মামলায় চৈতালির রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : হাইকোর্টে আগাম জামিনের আবেদন পর্যন্ত রক্ষাকবচের সময়সীমা বাড়ানো হোক।
রাজ্যের দাবী করা জাল নথির বিষয়টি খারিজ করা হোক।জিতেন তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারি রক্ষা কবচ এর সময়সীমা ৭ দিন বৃদ্ধি করা হল।ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে তাকে আগাম জামিনের আবেদন জানাতে হবে। নিম্ন আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়।

কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে চৈতালি কে। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে জেরা করতে পারবে তদন্তকারী অফিসার। তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।

নথি জালের কারণ দেখিয়ে নিম্ন আদালত আগাম জামিন খারিজ করে। চৈতালির আইনজীবির দাবি ইলেকট্রিশিয়ান এর কাছ থেকে সভার অনুমোদনের ওই নথি পেয়েছিলেন।কিন্তু মৃত্যু হয়েছে অজান্তেই। যদিও মৃত্যুর ঘটনা দুঃখজনক।

আবেদনকারীর দাবি ছিল নথি জালের বিষয়টি খারিজ করা হোক।নথি জালের বিষয়টি হাইকোর্ট বিবেচনা করতে পারে না। বিষয়টি বিবেচনা করবে নিম্ন আদালত নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার।