Date : 2024-04-18

২৪ সালে ২৪ লোকসভা কেন্দ্রে নজর বিজেপির, দূর্বল লোকসভা কেন্দ্রে প্রবাস যাত্রা।

দলের গোপন সাংগঠনিক রিপোর্ট বলছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে সাংসদ সংখ্যা কমতে পারে বিজেপির, যার মধ্যে বেশ কয়েকটি কারণও রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জায়গায় জায়গায় নিষ্ক্রিয় কর্মীর সংখ্যা বাড়ছে, বিজেপির ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, দলবদল ইস্যু, এইসব বিষয়ই ভাবাচ্ছে বঙ্গ বিজেপিকে। তাই এবার পরিস্থিতি সামাল দিতে বঙ্গ বিজেপির নয়া কৌশল। সাংগঠনিকভাবে দুর্বল ২৪টি লোকসভা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে বিজেপির তরফে, বিগত কয়েক বছরে যে সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপি সেভাবে ভোটই পায়নি সেই সমস্ত জায়গাতে নিয়োগ করা হচ্ছে বিস্তারক। এই বিস্তারকদের কাজ হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা জানা এবং কেন তারা বিজেপিকে ভোট দিচ্ছেন না তার কারণ অনুসন্ধান করা, এরপর রিপোর্ট আকারে তা পাঠিয়ে দেবেন শীর্ষ নেতৃত্বকে, সেই সঙ্গে এবার সাংগঠনিকভাবে দুর্বল লোকসভা কেন্দ্রগুলোতে প্রবাস যাত্রা শুরু করতে চলেছে বিজেপি, সংশ্লিষ্ট ওই ২৪ টি লোকসভা কেন্দ্রে বারে বারে আসবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা।

কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলোকে তুলে ধরে দুর্বল লোকসভা কেন্দ্রে জনসংযোগ আদায় করা এখন বিজেপির মূল লক্ষ্য।