সুচারু মিত্র সাংবাদিক : সামনেই পঞ্চায়েত নির্বাচন, সব দল একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু করেছে পঞ্চায়েতের। আর তার ঠিক আগে? দিল্লি সফরে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দিল্লি পৌঁছে দেখা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় নেতা অমিত শাহের সঙ্গে। তার এই সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। নাড্ডা এবং শাহের কাছে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছেন শুভেন্দু এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এমনকি শোনা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু। আবার দিল্লিতে বিজেপির মূল দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। দল এবং রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যেখানে আগামীকাল অর্থাৎ ২৮ তারিখ বিজেপির সাংসদ প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে, সেই জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আগেভাগে দেখা করে শুভেন্দু বোঝাতে চাইলেন বঙ্গ বিজেপিতে তার জায়গাটা কোথায়। যদিও ২৮ তারিখের সাংসদদের সঙ্গে মোদির এই বৈঠকে শুভেন্দুর উপস্থিত থাকারও কথা রয়েছে। কিন্তু তার আগেই দিল্লি গিয়ে শাহ,নাড্ডার সঙ্গে তো বটেই এমনকি উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের সাথে দেখা করে নিজের গুরুত্ব বোঝালেন শুভেন্দু
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.