Date : 2024-03-29

আর থানায় নয়, মিটিং মিছিলের অনুমতি দেবেন সিপি,কমিশনারেট, জেলার পুলিশ সুপার : হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ভাঙ্গরে সিপিএমের সভার অনুমতি নিয়ে বিতর্কের জেরে গোটা রাজ্যে যে কোনো দল বা সংগঠনের সভা বা মিছিল করার ক্ষেত্রে বিধি তৈরি করে দিলো হাইকোর্ট।

বিচারপতি মানথা নির্দেশ, এখন থেকে যাবতীয় মিছিলের আবেদন জেলার এসপি বা কমিশনারেটে সি পির অফিসে করতে হবে। এতদিন থানায় করা হতো।
অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোনো বৈষম্য করবে না সেটা নিশ্চিত করতে হবে।

সেখানে কোন দল কখন জমা দিল তার লিখিত করার আলাদা রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ। কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে।

স্থানীয় থানা নিশ্চিত করবে, কোনো ভাবে সেসব মিছিল বা সভা নিয়ে কোনো অশান্তি না হয়। বাইরের কোনো লোক গোলমাল না করতে পারে। শব্দ বিধি মেনে মাইক বাজবে। সেই আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটা নিশ্চিত করতে হবে জেলাগুলিতে।

ভাঙরে সিপিএমের সভা করা নিয়ে জট কাটলো। ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মিছিল না সভার অনুমতি দিয়ে আপত্তি নেই পুলিশের, বিচারপতি মন্থর আদালতে জানালো রাজ্য।