Date : 2024-04-25

ইউরো কাপের কোয়ালিফায়ার ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে রোনাল্ডোর জোড়া গোলে বড় জয় পর্তুগিজদের

বিশ্বফুটবলে ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাজিক। ইউরো কাপের কোয়ালিফায়ার ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে রোনাল্ডোর জোড়া গোলে বড় জয় পর্তুগিজদের। 6-0 গোলে লুক্সেমবার্গকে হারাল রবার্তো মার্টিনেজের দল। ম্যাচের 9 মিনিটেই শুরু হয় সিআরসেভেন ম্যাজিক। বক্সের ভিতর গোলের একদম সামনে পেয়ে যাওয়া বলে পা ছুইয়ে গোল করে যান রোনাল্ডো। এর পাঁচ মিনিট পর ফের গোল পায় পর্তুগাল। অনবদ্য হেডে পর্তুগিজদের এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। 18 মিনিটে আবারও গোলের দেখা পায় পর্তুগিজরা। এবার গোলের খাতায় নাম লেখান বার্নার্ডো সিলভা। অসাধারন প্লেসিংয়ে হেডে গোল করে যান বার্নার্ডো। 31 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলরক্ষককে নিখুত প্লেসিংয়ে ফেলে দিয়ে পর্তুগালের চতুর্থ গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার। দ্বিতীয়ার্ধেও দুর্বল লুক্সেমবার্গের বিরুদ্ধে আরও দুই গোল করে পর্তুগাল। 77 মিনিটে দলের পঞ্চম গোলটি করেন ওটাভিও। দলের হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার রাফায়েল লিয়াও। 6-0গোলে জেতার থেকেও পরপর দুই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্স যে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকে অনেক বেশি স্বস্তি দিয়ে গেল তা বলাই বাহুল্য। কোয়ালিফিয়ারের অন্য ম্যাচে 2-0 গোলে মালতার বিপক্ষে জিতল ইতালি। 15 মিনিটে গোল করেন মাতিও রেতেগুই। 27 মিনিটে ইতালির দ্বিতীয় গোলটি করেন মাতিও পেসিনা। প্রাধান্য নিয়ে খেললেও আর গোলের দেখা পায়নি ইতালি। এদিকে ইউক্রেনকেও 2-0 গোলে হারাল ইংল্যান্ড। গোল করেন হ্যারি কেন এবং বুকায়ো সাকা।