Date : 2024-04-19

ইন্দোরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

ইন্দোরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি। আড়াই দিনের আগেই টেস্ট শেষ হয়ে যাওয়ায় ইন্দোরের পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ঘরের মাঠে কোনও স্টেডিয়াম ডিমেরিট পয়েন্ট পাওয়ায় স্বভাবতই হতাশ বোর্ড। দুদিনের মধ্যেই দুই দলের 30টি উইকেট পড়ে গেছিল। ফলে আইসিসির তালিকায় যে এই স্টেডিয়ামে নেতিবাচক বার্তা পাবে তা ধরে নেওয়া হয়েছিল। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, এই পিচ খারাপ নয়। কারণ চেতেশ্বর পূজারা, উসমান খোয়াজারা এই পিচেই রান পেয়েছিলেন। যদিও আইসিসি তাতে কর্ণপাত করেনি। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ওপর ভিত্তি করে এই স্টেডিয়ামকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তার রিপোর্টে উল্লেখ করা হয়, প্রথম থেকেই এই পিচ অতিরিক্ত শুক্ন থাকায় ব্যাট এবং বলের ঠিক মতো ব্যালেন্স হয়নি। ম্যাচের পঞ্চম বল থেকেই পিচ ভাঙতে শুরু করে। যদিও ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বিষয় কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কর পাল্টা তুলনা টেনেছেন ব্রিসবেনের পিচের। নভেম্বর ডিসেম্বর মাসে গাববায় অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকার টেস্ট শেষ হয়ে গেছিল মাত্র দুদিনের মধ্যে। সেখানেও বলের অসমান বাউন্ড ব্যাটারদের সমস্যার কারণ হয়ে দাড়িয়েছিল। বিশেষ করে পেস বোলিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ব্রিসবেনের পিচের ব্যাপারে কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কেন ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, এই প্রশ্নই তুলেছেন ভারতীয় কিংবদন্তী। এদিকে চতুর্থ টেস্ট শুরুর আগে উজ্জইনের মহাকালেশ্বর মন্দিরে গিয়ে স্বস্ত্রিক পুজো দিয়ে এলেন বিরাট কোহলি।