Date : 2024-04-25

কংগ্রেসের রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, রাহুল ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ।

সুচারু মিত্র সাংবাদিক : রাহুল গান্ধীকে লাগাতার হেনস্থা, বিভিন্ন মামলায় কংগ্রেসের সর্বভারতীয় নেতাকে জড়িয়ে দিয়ে বারবার কোর্টে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে বেড়ে চলেছে গ্যাসের দাম এই ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত কংগ্রেসের রাজভবন অভিযান। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ধীরে ধীরে মিছিল করে এগিয়ে আসে রাজভবনের দিকে, রাজভবনের নর্থ গেট পেরিয়ে যাওয়ার চেষ্টা করে কংগ্রেস নেতাকর্মীরা, ঠিক তখনই বিপত্তি ঘটে রাজভবনের বাইরে ১৪৪ ধারা জারি থাকায় কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের। বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। উত্তপ্ত হয়ে ওঠে রাজভবনের বাইরে চত্বর।

দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে একাধিক কর্মসূচি নিচ্ছে কংগ্রেস আর এবার পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচি কংগ্রেসের, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের রাজভবন অভিযান যথেষ্ট সফল হয়েছে বলেই মত কংগ্রেস নেতৃত্বের।

গ্রেপ্তার হওয়া কংগ্রেস নেতাকর্মীদের এদিন নিয়ে যাওয়া হয় লালবাজারে সেন্ট্রাল লকাপে।