Date : 2024-04-25

টি20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান চেজ করার নজির গড়ল দঃ আফ্রিকা

টি20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান চেজ করার নজির গড়ল দঃ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 259 রান চেজ করে জিতে নিল প্রোটিয়াজরা। প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন জনসন চার্লস। 46 বলে 118 রানের অনবদ্য ইনিংস খেলেন জনসন। 10টি বাউন্ডারি এবং 11টি ওভার বাউন্ডারির সৌজন্যে 118 রান করেন চার্লস। শেষদিকে 18 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলেন রোমারিও শেপার্ড। কাইল মেয়ার্সও 27 বলে 51 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে জয়ের ভিত পেয়ে যায় দঃ আফ্রিকা। 44 বলে 100 রানের অসাধারন ইনিংস খেলেন ডি কক। 28 বলে 68 রানের ক্যামিও খেলেন আরেক ওপেনার রিজা হেনড্রিকস। ডি ককের ইনিংস সাজানো ছিল 9টি বাউন্ডারি এবং 8টি ওভারবাউন্ডারিতে। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক আইডেন মাকারাম। 21 বলে 38 রান করেন প্রোটিয়া অধিনায়ক। 7 বলে 16 রান করেন হেনরিখ ক্লাসেন। 7 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় দঃ আফ্রিকা। রেকর্ড গড়ে 259 রান চেজ করে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন দঃ আফ্রিকার কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্সরা।